সাংবাদিক ওসমান গণি মনসুরকে সংবর্ধিত করল চট্টগ্রাম এডিটরস ক্লাব


প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ০৩, ১০:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম এডিটরস ক্লাবের উপদেষ্টা দি ডেইলি ভিউ এর সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার'র সেক্রেটারী জেনারেল নির্বাচতি হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম এডিটরস ক্লাব।

রবিবার (৩ নভেম্বর ) সন্ধ্যায় নগরীর সাফা আর্কেড এর ৩য় তলায় এই সম্বর্ধনা সভায়  চট্টগ্রাম এডিটরস ক্লাব’র  সহ -সভাপতি ও পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক  এম. আলী হোসেন সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ জনতার বাণীর সম্পাদক জিয়াউল হক ।

দি পিপলস ভিউ এর সম্পাদক ও প্রকাশক সম্বর্ধিত অতিথি ওসমান গণি মনসুর তাঁর ভাষনে বলেন, আমি আনন্দে আপ্লুত হয়েছি। মানুষ প্রতিদিন কিছু না কিছু শিখে থাকে । আমিও আজ এখানে এসে কিছু শিখেছি । সাংবাদিক কিংবা সম্পাদকদের নিউজে এবিসি থাকতে হয়। এ মানে ‘একুরেট’ বি মানে ‘ব্যালেন্স’ সি মানে ‘ক্লিয়ারেটি’ ।সম্পাদকেরা ইচ্ছা করলে তাদের ভিজিটিং কার্ডে ‘মেম্বার’ চট্টগ্রাম এডিটরস ক্লাব লিখে নিজেদের অবস্হান জানান দিতে পারেন । তিনি পরামর্শ দিয়ে বলেন, মাঝে মাঝে আপনারা কর্মশালারও আয়োজন করতে পারেন।

তিনি আরো বলেন সবাইকে একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের সত্য তুলে ধরে হবে। সাদাকে সাদা কালোকে কালো বলার সৎ সাহস থাকতে হবে।


এ সময় দৈনিক বায়েজিদ এর সম্পাদক মো: হাবিবুর রহমান, সকালের চট্টগ্রাম এর সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী,  আইনকন্ঠ এর সম্পাদক এড. ফয়েজুর রহমান,  শিক্ষা অণেষা এর সম্পাদক জসিম উদ্দীন, দি ক্রাইম এর সম্পাদক আশীষ চন্দ্র নন্দী, দৈনিক সময় এর সম্পাদক মো: আবদুল নাসের, মিডিয়া এক্সপ্রেস এর সম্পাদক নুরুল আমিন খোকন, আজকের সত্য সংবাদ এর সম্পাদক এমডি হারুনুর রশিদ, সময়ের নিউজ এর সম্পাদক মোহাম্মদ আবু শাহিদ, এবিএম মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব, এম এম ইমতিয়াজ, মো: আল আমিন, দেশ জনতার বাণীর সাখাওয়াত ইলাহী শিবলী প্রমুখ।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework